শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
পর্যটক কেন্দ্র কুয়াকাটার বিভিন্ন হোটেলের কর্মচারী সহ ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এরা হলেন, (১) মোঃ আবু বকর, (২) শাহিন আলম, (৩) মারুফ হাসান, (৪) হারুন, (৫) আবুল হোসাইন, (৬) শেখ হাসিব। শুক্রবার(১৭ জুলাই) কলাপাড়া স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন। এনিয় কলাপাড়া উপজেলায় আক্রান্ত সংখ্যা- ৭৭ জন। এদের মধ্যে দুই জনের মুত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃত হয়েছে ৩ জনের।
এক নজরে দেখে নিন কলাপাড়ার শুক্রবারের করোনার পরিস্থিতি…
২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ৮ জন।
২৪ ঘন্টায় আক্রান্ত-৬ জন।
২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্ট-১৯ জন।
এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ-৫৬৬ জন
এ পর্যন্ত মোট রিপোর্ট আসছে-৪৮৫ জন।
এ পর্যন্ত মোট পজিটিভ রোগী-৭৭ জন।
এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে-১৮ জন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃতঃ ২ জন।
আইসোলেশনে আছে-৫৭ জন।
হোম কোয়ারেন্টাইনে আছে-৯৮ জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত হয়েছে-৩ জন।
বুথ থেকে নমুনা সংগ্রহ-২০০/-
হাসপাতাল থেকে সংগ্রহ-২০০/-
বাসা থেকে নমুনা সংগ্রহ-৫০০/-
সূত্রে- কলাপাড়া হাসপাতাল।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply