কলাপাড়ায় কোটিপতি হওয়ার মিশন নিয়ে ১১ সদস্যের একটি চাঁদাবাজ চক্র | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
কলাপাড়ায় কোটিপতি হওয়ার মিশন নিয়ে ১১ সদস্যের একটি চাঁদাবাজ চক্র 

কলাপাড়ায় কোটিপতি হওয়ার মিশন নিয়ে ১১ সদস্যের একটি চাঁদাবাজ চক্র 

আপন নিউজ ডেস্কঃ
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে কোটিপতি হওয়ার মিশন নিয়ে গড়ে তুলেছেন ১১ সদস্যের একটি চাঁদাবাজ চক্র।
বিভিন্ন কৌশলে ওই চাঁদাবাজি চক্রটি প্রতিদিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে প্রকাশ্যে চাঁদা তুলছেন। যেন মহাসড়কটি চাঁদাবাজদের দখলে।
স্থানীয় এমপি, পৌর মেয়র ও প্রশাসনের তৎপরতায় চাঁদাবাজি বন্ধ হলেও কিছুদিন যেতে না যেতেই একই চিত্র।
কিছুতেই বন্ধ হচ্ছে না কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে চাঁদাবাজি।

ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির কোন কাগজপত্র না থাকলেও সমস্যা নেই। তবে এই স্টিকারটি লাগানো থাকতে হবে। তাহলেই কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অটোবাইক কিংবা ভাড়াটে হোন্ডা চলাচল নিরাপদ। এ স্টিকার মাসিক দুই শ’ টাকার বিনিময় নিতে বাধ্য করা হয়। স্টিকার থাকলে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ কিংবা রাজনৈতিক ক্যাডররা আর বাড়তি কোন চাঁদার জন্য ঝামেলা করবে না। মহাড়কের পায়রা ফোর লেন থেকে শেখ কামাল সেতুর টোলঘর পর্যন্ত একটি চাঁদাবাজি সিন্ডিকেট প্রকাশ্যে দিনে-রাতে এভাবে চাঁদার বিনিময় এসব স্টিকার লাগিয়ে দেয়। আবার সড়ক ও জনপথের মহসড়কে চলাচল করলেও পৌরসভার টোলের নামে এসব যান থেকে ২০-৩০ টাকা আদায় করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি বহুবার এমন চাঁদাবাজি বন্ধের প্রকাশ্য নির্দেশনা দিয়েছেন।

কিন্তু দু/চারদিন বন্ধ থাকার পরে ফের সব ফ্রি-স্টাইলে চলে আসছে। স্থানীয় একটি চক্র কোটিপতি হওয়ার মিশন নিয়ে এভাবে ১১ সদস্যের একটি চাঁদাবাজ চক্র গড়ে তুলেছেন। সরকার ও সরকারি দল আওয়ামী লীগের ভাবমূর্তি চালে উঠিয়ে দিচ্ছে এচক্র। গোল স্টিকারে লেখা রয়েছে, ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন। মাঝখানে তারিখ এবং নিচে উপদেশমূলক বাণী “ ট্রাফিক আইন মেনে চলুন”। যে মাসের টাকা শোধ ওই মাসের আপডেট তারিখ সংবলিত স্টিকার লাগিয়ে নিতে বাধ্য হয় যানবাহনের চালকরা। অটোবাইক, ভাড়াটে মোটরসাইকেল ছাড়াও মাহেন্দ্র চালকদের দৈনিক দিতে হয় এক শ’ টাকা করে। মহাসড়কে প্রকাশ্যে এসব চাঁদাবাজি চলে আসছে। আর এর কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি রসাতলে যাচ্ছে। কলাপাড়ার ইউএনওর উদ্যোগে কয়েকদফা কয়েকজনকে আটক করা হয়েছে এমন চাঁদাবাজির কারণে, কিন্তু দুই-একদিন পরে আবার যেই সেই অবস্থা। তবে ভুক্তভোগী যাত্রী ও যানবাহনের চালকদের মতামত রাজনৈতিক আন্তরিক সিদ্ধান্ত ছাড়া মহাসড়কের এই চাঁদাবাজি বন্ধ হবে না। সেক্ষেত্রে পুলিশকে এগিয়ে আসতে হবে আগে। তবে স্টিাকারধারী ওই চাঁদাবাজকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি সকলের। এমনকি পর্যটকবাহী রিজার্ভ যানবাহন, মালবাহী ট্রাক আটকেও এ চক্র চাঁদাবাজী করে আসছে।
 উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান সাংবাদিকদের  জানান, গত শনিবার বেলা ১১ টার সময়ে তিনি নিজে শেখ কামাল সেতু এলাকায় তৎপরতা চালিয়েছেন। চাঁদাবাজি যে কোন মূল্যে বন্ধের কথা জানালেন তিনি।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তারা বিভিন্ন সময় তৎপরতা চালাচ্ছেন। স্টিকারের বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানালেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!