শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষক-কর্মচারীকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক হস্তান্তর করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সৈকদ মশিউর রহমান শিমু প্রমুখ।
কলাপাড়ায় নয়টি নন এমপিও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩ শিক্ষককে পাঁচ হাজার টাকা করে দুই লাখ পয়ষট্রি হাজার টাকা ও ১৮ কর্মচারীকে ২৫’শ টাকা করে ৪৫ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি।
এর আগে সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি কৃষি বিভাগের আয়োজনে প্রধানমন্ত্রীর প্রনোদনার “পারিবারিক কৃষির আওতায় সবজির পুষ্টি বাগান” স্থাপনের লক্ষ্যে কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৪৪৮ পরিবারকে নয় ধরনের সবজির বীজ ও প্রতি পরিবারকে ১৯৩৫ টাকা হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করেন। এ সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply