বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
আপন নিউজঃ
কলাপাড়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মো: আসাদুজ্জামান ইউসুফ, সহ সভাপতি আবুল হাসনাত রিমন শিকদার ও সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ। তারা শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত। পশু কোরবানীর মধ্য দিয়ে ত্যাগের এক মহান আদর্শ স্থাপিত হয়েছে। এই ত্যাগের শিক্ষা ধারণ করে জনকল্যাণে ও সমাজ গঠনে সবারই এগিয়ে আসা দরকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হউক আগামীর প্রতিটি দিন। ঈদুল আযহা শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও স্বপ্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গøানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল আযহার উৎসব। সকলকে ঈদ মোবারক।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply