মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে: কুয়াকাটায় র‌্যাব’র মহাপরিচালক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল; কমিটি বিলুপ্ত কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ১৩৬ পরিবারের রাতের ঘুম হারাম; শুধু এক খন্ড খাস জমির দাবি আমতলীতে মুজিবনগর দিবস উদযাপন আমার জন্য ষ্টেইজ ও ফুলের দরকার নেই; আমি গণমানুষের নেতা-গণ সংবর্ধনায় সাংসদ টুকু কলাপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে অধ্যাপক ইউসুফ আলী তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল তালতলীতে ধর্ষিতার বিরুদ্ধে ধর্ষকের মামলা; মামলার স্বাক্ষীরাও ধর্ষক কলাপাড়ায় শ্বশুর বাড়ি আসার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর আমতলীতে লোহার রড দিয়ে পিটিয়ে জ-খ-ম; টাকা ও স্বর্নাংকার লু’ট কলাপাড়ায় সেচপাম্প দিয়ে দোকানে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃ-ত্যু
মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে:  কুয়াকাটায় র‌্যাব’র মহাপরিচালক

মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে:  কুয়াকাটায় র‌্যাব’র মহাপরিচালক

উত্তম কুমার হাওলাদারঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব’র মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সমাজকে মাদকমুক্ত করার দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়। মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে। মাদক সরবরাহ এবং চাহিদা বন্ধ করতে হবে। সবাই একসঙ্গে এগিয়ে এলে আমরা দ্রæতই মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবো। মঙ্গলবার দুপুরে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে ‘বিচ ম্যারাথন’ দৌড়াও বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক, জঙ্গি-সন্ত্রাসবাদ ও দুর্নীতি-এ তিনটি অভিশাপ। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সমাজকে এ অভিশাপমুক্ত করতে হবে। শুধু মাদক ব্যবসায়ীই নয় যারা এর পেছনে হুন্ডির মাধ্যমে অর্থায়ন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বেনজির আহম্মেদ আরো বলেন, রোহিঙ্গাদের একটা ছোট অংশ মাদক ব্যবসার সাথে জরিত ছিল। কক্সবাজার র‌্যাব-১৫ প্রতিষ্ঠার পর এক বছরে চল্লিশ লাখ ইয়াবা উদ্ধার ও বন্ধুক যুদ্ধে ৫-৬ জন নিহত হয়েছে। অত্র দক্ষিনা লও মাদকমুক্ত করা হবে ইনশাল্লাহ।
‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ১০ কিলোমিটার এ ম্যারাথনের আয়োজন করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এতে অংশগ্রহন করে পটুয়াখালী ও বরগুনার জেলার স্কুল, কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রায় বরো’শ প্রতিযোগী।
অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব’র মহাপরিচালক বেনজীর আহমেদ বেলুন ও পায়রা উড়িয়ে বিচ ম্যারাথনের উদ্বোধন করেন।
র‌্যাব বরিশাল-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, পিপিএম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ কল্যান সমিতির সহ সভাপতি মিসেস জীসান মীর্জা। এসময় বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার মো.শফিকুল ইসলাম, বিপিএম,পিপিএম,পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো.মইনুল হোসেন,পটুয়াখালী পৌরসভার মেয়র মো.মহিউদ্দিন আহম্মেদ, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান সহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তা, টুরিস্ট পুলিশ, স্থানীয় পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!